বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১ কোটি ২ লাখ ডলার বিনিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি আধুনিক ফুটওয়্যার কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ১ কোটি ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।

রোববার (২৪ আগস্ট ২০২৫) ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ডুনিয়ন তাইয়াং শেং স্যুজের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি।

আরও পড়ুন: আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স ২০৮ কোটি ডলার, বছরে বৃদ্ধি ৫.৯০ শতাংশ

চুক্তিতে বেপজার পক্ষে স্বাক্ষর করেন সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং কোম্পানির পক্ষে চেয়ারম্যান মি. ইয়ে ইয়ারি।

চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক প্রায় ২১ লাখ জোড়া জুতা (স্পোর্টস স্যুজ, স্যান্ডাল, হাই হিল, বুটসহ বিভিন্ন ধরনের) উৎপাদন করবে। কারখানাটিতে প্রায় ১ হাজার ৯৩৯ জন বাংলাদেশি কর্মসংস্থান পাবেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে কাগজের আড়ালে আনা সিগারেট পেপার জব্দ

এসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান প্রতিষ্ঠানটির বিনিয়োগ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বেপজা বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিনিয়োগকারীদের জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, কারখানার নকশা এমনভাবে করতে হবে যেন ভবিষ্যতে উর্ধ্বমুখী সম্প্রসারণ করা যায়। এছাড়া তিনি পরিবেশবান্ধব উদ্যোগ যেমন—ছাদে সোলার প্যানেল স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণসহ টেকসই বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ (বিডি) কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।