প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৪ | আপডেট: ১:৪০ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের জেরে বন্ধ থাকা দেশের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় আগামী রোববার (৪ আগস্ট) থেকে খুলে যাবে। তবে ঢাকাসহ ১২টি সিটি করপোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকার স্কুলগুলো আরও কিছুদিন বন্ধ থাকবে।

বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ

তিনি জানান, যেসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেসব এলাকার স্কুল খুলে দেওয়া হবে। তবে যেসব এলাকায় আন্দোলনের প্রভাব এখনও রয়েছে সেসব এলাকার স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন না থাকলেও জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণিকক্ষের সময় কমানো বা বাড়ানো যাবে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর আগে জুলাইয়ের শুরুতে পেনশন এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষাব্যবস্থায়। গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুর হওয়া এই আন্দোলন ছড়িয়ে যায় সারা দেশে। একপর্যায়ে পুলিশ-বিজিবির সঙ্গে সংঘাতে শিক্ষার্থীসহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয় কয়েক হাজার মানুষ।