তিতুমীর কলেজ নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

সরকারি তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: নবীনদের র্যাগিংয়ের দায়ে জবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা দাবি দাওয়ার জন্য আসিনি। একটা সুশাসন ও সংস্কারের জন্য এসেছি। দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে তাতে তিতুমীর কলেজও থাকবে। তবে কাউকে যদি বিশেষ বিবেচনা করি সেটা হবে রাজশাহী কলেজ। কারণ রাজশাহী কলেজ অনেক পুরোনো এবং ঐতিহ্যবাহী।’
তিনি আরও বলেন, “ছাত্ররা আন্দোলন করা ভালো। তবে তাদের পরীক্ষা দিতে হবে। কর্মসূচি যদি দিতেই হয় শিক্ষা কার্যক্রম ও জনদুর্ভোগ করে এমন আন্দোলন করা ঠিক নয়।”
আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১১ সেপ্টেম্বর (জাকসু) নির্বাচন
উল্লেখ্য, ঢাকার তিতুমীর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন ও অবরোধ কর্মসূচি পালন করছেন কলেজটির একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পাশাপাশি তারা প্রতিষ্ঠানটিতে সাংবাদিকতা ও আইন বিভাগ চালুর দাবি জানিয়েছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন এ দুই বিভাগ খুলে অনার্স কোর্স চালু করার দাবি করেছেন তারা।