মহাসড়ক ছেড়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা, রাতেই আসছে নতুন কর্মসূচি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
মহাসড়ক ছেড়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা। ছবিঃ সংগৃহীত
মহাসড়ক ছেড়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা। ছবিঃ সংগৃহীত

বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে প্রায় ২ ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান। তবে রাত ১১টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্য।

আরও পড়ুন: সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত

সংগঠন থেকে জানানো হয়েছে, রাত ১১টায় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি জানানো হবে।

এর আগে, সন্ধ্যা ৬টায় তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই—শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের এমন মন্তব্যে ঘিরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল-নজরুল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

অন্যদিকে, অবরোধ ছাড়ার ফলে এরইমধ্যে যান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ। তবে তীব্র যানজট রয়েছে।