তিন হলে ভোট গণনা শেষ, ফল প্রকাশ অপেক্ষমাণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটে দিনভর শিক্ষার্থীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উত্তেজনা লক্ষ্য করা গেছে। তবে স্বতন্ত্র ও প্যানেলভুক্ত প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও উঠেছে।
ইতোমধ্যে কার্জন হল কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এ কেন্দ্রের ফলাফল সিনেট ভবনে প্রকাশ করা হবে। এখানে ভোট দিয়েছেন অমর একুশে হল, শহীদুল্লাহ হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র প্রধান ড. এ এস এম মহিউদ্দিন।
আরও পড়ুন: নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে যা বললেন ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম
সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা গেছে, টিএসসি কেন্দ্রে রোকেয়া হলে ভোট কাস্ট হয়েছে ৬৮.৯৬ শতাংশ। অন্যদিকে কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলে মোট ১ হাজার ৩০০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৩ জন (৬২ শতাংশ)। শহীদুল্লাহ হলে ২ হাজার ৫ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৬০৯টি (৭৫ শতাংশ) এবং সলিমুল্লাহ মুসলিম হলে ১ হাজার ৭৭২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৪৪৩ জন (৭৯ শতাংশ)।
এদিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে তিনটি হলে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে জগন্নাথ হলে মোট ভোটার ২ হাজার ২২২ জন, এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৩১ জন (৮৩ শতাংশ)। সর্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬৩ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৬৬০টি (৮৪.৪৬ শতাংশ)। আর স্যার সলিমুল্লাহ মুসলিম হলে মোট ৬৬৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৫৩ জন (৮২.৮৩ শতাংশ)।
আরও পড়ুন: পাঁচ হলে ডাকসু নির্বাচনের ফল, শিবির সমর্থিত প্যানেল এগিয়ে
শারীরিক শিক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক জানিয়েছেন, এ কেন্দ্রে তিনটি বুথে মোট ৪ হাজার ৮৬১ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৪৪ জন ভোট দিয়েছেন। শতকরা হিসাবে ভোটের হার দাঁড়িয়েছে ৮৩.২১ শতাংশ।