টিএসসি ভোটকেন্দ্রের সেই ছাত্রী ভোটারকে ঘিরে বিতর্ক, তদন্তে নামছে প্রশাসন

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৫ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ চলাকালে টিএসসি কেন্দ্রের একটি ঘটনায় বিতর্ক তৈরি হয়েছেভোটগ্রহণ চলাকালে এক ছাত্রী ভোটারের হাতে আগেই চিহ্নিত ব্যালট যাওয়ার অভিযোগ ওঠে। ব্যালটে মূলত সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে আগে থেকেই ভোট দেওয়া ছিল।

আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়

চিফ রিটার্নিং অফিসার কর্তৃক ১৭ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে এক ছাত্রী এক নম্বর টেবিল থেকে ব্যালট গ্রহণ করে বুথে প্রবেশ করেন। প্রায় এক মিনিট পর তিনি অভিযোগ করেন, তার ব্যালটের একটিতে আগে থেকেই দুটি প্রার্থীর পক্ষে ক্রস চিহ্ন দেওয়া ছিল। তিনি ব্যালটটি গ্রহণে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন: রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর, উত্তাল ক্যাম্পাস

পরে পোলিং অফিসার ও ভোট ব্যবস্থাপকদের উপস্থিতিতে চিহ্নিত ব্যালটটি আলাদা প্যাকেটে সংরক্ষণ করা হয় এবং ওই ছাত্রীকে নতুন ব্যালট দেওয়া হয়। তিনি পুনরায় ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেন।

ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পর চিহ্নিত ব্যালট সংরক্ষণ ও তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। ঘটনাস্থলে উপস্থিত তিন শিক্ষক ও কেন্দ্র প্রধানের বক্তব্য মিলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাটি মীমাংসিত হয় এবং প্রচলিত নিয়মে কোনো ব্যত্যয় হয়নি বলে জানানো হয়।

তবে পরে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, সংশ্লিষ্ট ছাত্রী চারবার ভোটকেন্দ্রের বুথে প্রবেশ করেনপ্রথমবার প্রায় ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার ৬৬ সেকেন্ড, তৃতীয়বার মাত্রসেকেন্ড এবং চতুর্থবার ১০ মিনিটেরও বেশি সময় তিনি বুথের ভেতরে অবস্থান করেন। এ সময় তাকে একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ করতেও দেখা যায়।

চিফ রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “ওই ছাত্রী বারবার বুথে প্রবেশ ও দীর্ঘ সময় অবস্থান করায় বিষয়টি প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক বলে মনে হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”