চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রী মৃত্যুর ঘটনায় শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ নোবিপ্রবি শাখার

চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্রী সাদিয়া ইসরাত মীমের মৃত্যুর ঘটনায় ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে অনলাইনে গুজব ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)শাখা। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে নোবিপ্রবি শাখা শিবির সভাপতি মো. আরিফুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান বলেন, “গত ২৬ সেপ্টেম্বর সকালে নোয়াখালীর মাইজদী শহরের একটি বাসা থেকে সাদিয়া ইসরাত মীম (২১)-এর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী, নোবিপ্রবি ১৮তম ব্যাচের শিক্ষার্থী দীন মোহাম্মদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।”
তারা অভিযোগ করেন, “এই ঘটনায় কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখাকে জড়ানোর চেষ্টা করছেন। বিশেষ করে ‘জিয়া সাইবার ফোর্স’-এর মহাসচিব পরিচয়ধারী শফিক আরমান অভিযুক্ত শিক্ষার্থীকে শিবির নেতা দাবি করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই।”
আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছে। নিজেদের ব্যর্থতা আড়াল ও জনগণকে বিভ্রান্ত করতে তারা দলীয় অর্থায়নে ফেসবুকে নানা ভুয়া পেইজ ও আইডি ব্যবহার করছে। এসব মিথ্যাচার ও অপপ্রচার রাজনৈতিক দেউলিয়াত্বের প্রতিফলন।”
সংগঠনটি সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “অভিযোগকারীরা যেন অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং বিএনপি এ ঘটনায় দলীয়ভাবে জবাবদিহি নিশ্চিত করে।”