জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন চালুর নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কে পুলিশের ব্যারিকেড

আদেশে বলা হয়, জোর করে পদত্যাগে বাধ্য হওয়া অনেক শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বর্তমানে বন্ধ রয়েছে। এর ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে আবেদন করেছেন। তদন্ত চলমান থাকলেও অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতন-ভাতা অব্যাহত রাখা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে দ্রুত বেতন-ভাতা চালু করতে হবে। এ বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ অসহযোগিতা বা বাধা দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রাজধানীতে ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মিছিল, দাবি করছেন আজীবন ভাতা

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে বহু শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হয়। এতে অনেকের বেতন ও ভাতা বন্ধ হয়ে যায়।

অপরদিকে, শিক্ষা মন্ত্রণালয় এক পৃথক অফিস আদেশে এসব জোরপূর্বক পদত্যাগের ঘটনায় তদন্ত প্রতিবেদন দ্রুত পাঠানোর নির্দেশও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।