স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে। তবে এবার আয়োজনে থাকবে কোনো জাঁকজমক, কর্তন করা হবে আনন্দের সকল উপলক্ষ। এবারে বিশ্ববিদ্যালয় দিবস শহিদ জোবায়েদকে উৎসর্গ করে আয়োজন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২২ অক্টোবর) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। আজ ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের দিবস পালন করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু শিক্ষার্থী জোবায়েদ হত্যার কারণে দিবসের সকল কার্যক্রম স্থগিত করা হয়।
আরও পড়ুন: ত্রিভূজ প্রেমের গল্প সাজিয়ে জুবায়েদের চরিত্র হরণের চেষ্টা করছে পুলিশ: অধ্যাপক রইস উদ্দিন
উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, "আগামী সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। এই দিন কোনো প্রকার গান-বাজনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। পাশাপাশি আগে থেকে যেরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া ছিল, সেটিও আর থাকছে না। জোবায়েদের হত্যার শোককে বুকে নিয়েই এই বছর পালিত হবে বিশ্ববিদ্যালয় দিবস।"
তিনি আরও বলেন, "আমরা সবাই জোবায়েদ হত্যার ঘটনায় মর্মাহত। তার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে আমি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তাকে তদারকির নির্দেশ দিয়েছি।"
আরও পড়ুন: চাকসুর প্রতিনিধি আকাশ দাশের বুয়েট শিক্ষার্থীর ধর্ষণ কে সমর্থন করে পোস্ট: উত্তাল চবি
উল্লেখ্য, গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসাইন তার টিউশন ছাত্রী বর্ষার বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হন। এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করে প্রশাসন ঘোষণা করে দুইদিনের শোক। এবার দিবসটি সীমিত পরিসরে, শোকাবহ পরিবেশে পালন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।