৭ কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত সরকারের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৩ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের মাধ্যমে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে এই নতুন বিশ্ববিদ্যালয় গঠন করা হচ্ছে। ইতোমধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি, রেজিস্ট্রেশন এবং পাঠদানের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের অপারেশন ম্যানুয়েল অনুমোদন করা হয়েছে। এর ভিত্তিতে আগামী ২৩ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর এই খসড়া জনমতের জন্য প্রকাশ করা হলে পাঁচ হাজারেরও বেশি মতামত পাওয়া যায়। সংশ্লিষ্ট সব মতামত আইনগত ও বাস্তবতার নিরিখে পর্যালোচনা করে খসড়াটি পুনর্মূল্যায়ন ও পরিমার্জনের কাজ চলছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশ চূড়ান্ত করতে সময় লাগলেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি ব্যক্তিগত ধারণা বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানায় শিক্ষা মন্ত্রণালয়।