ঢাবিতে মাদকবিরোধী অভিযানে প্রোক্টরিয়াল টিমের সদস্য ছুরিকাঘাতে আহত

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলমান মাদকবিরোধী কঠোর অভিযানকে কেন্দ্র করে প্রোক্টরিয়াল টিমের একজন সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

এবি জুবায়ের তার পোস্টে উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করার পর থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ধারাবাহিক অভিযানের কারণে বিভিন্ন সিন্ডিকেট বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: ঢাবিতে চারদিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল ২০২৫ শুরু

তার ভাষ্য, “অভিযান চলমান থাকায় সিন্ডিকেটের চোখের বালি হয়ে পড়েছি আমরা। এরই অংশ হিসেবে প্রোক্টরিয়াল টিমের একজন সদস্যকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায় এক ব্যক্তি।” তিনি আরও জানান, ধারাবাহিক অভিযানে আঘাত লাগছে অপরাধীদের স্বার্থে, যা এ হামলার মাধ্যমে স্পষ্ট হয়েছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রোক্টরিয়াল টিম হামলাকারীকে শনাক্ত করতে কার্যক্রম শুরু করেছে। আহত সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করল ঢাবি

এবি জুবায়ের আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, “সিন্ডিকেটের শেষ দেখে ছাড়বো আমরা, ইনশা আল্লাহ।”

বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী কার্যক্রম জোরদার হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।