আসছে আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’
চরকি ও আলফা আই স্টুডিওর যৌথ প্রযোজনায় ও রায়হান রাফীর পরিচালনায় নির্মিত হচ্ছে আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’।
চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল মার্চের প্রথম সপ্তাহে। সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকা, চট্টগ্রাম সহ ঢাকার বিভিন্ন স্থানে।
আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা: স্ত্রীসহ ১১ আসামির সম্পদ জব্দের আবেদন
সিনেমাটির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার শক্তিশালী অভিনেতা আফরান নিশোর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তমা মির্জা তার বিপরীতে অভিনয় করছেন।
ছবিটির ফার্স্ট লুক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আফরান নিশো জানিয়েছেন, ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে তার প্রথম সিনেমা।
আরও পড়ুন: বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নোরার
গত বছর রায়হান রাফীর পরাণ সিনেমাটি ছিল সুপার ডুপার হিট। আলোচিত নির্মাতা এ বছর আনছেন ‘সুড়ঙ্গ’ নামের সিনেমাটি।
গত বুধবার রাতে সিনেমাটির সব মিলিয়ে ১ মিনিট ২৮ সেকেন্ডের প্রথম লুক প্রকাশ পেল। অন্ধকার রাতে মেঘের গর্জনের মধ্যে হেঁটে আসছেন আফরান নিশো। একটু পরই কোনোকিছুর সন্ধানে তিনি চলে যান একটি সুড়ঙ্গের ভেতর। নিশোর এই লুক এরই মধ্যে দর্শকের ভেতর সাড়া ফেলে দিয়েছে।





