আজ গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদের জন্মদিন

সেই ৯০ দশক থেকে বাংলাদেশে ব্যান্ড শিল্পীদের একক এবং যৌথ অ্যালবামের জন্য গান রচনা করা, সুর সৃষ্টি ও কম্পোজিশন করে প্রিন্স মাহমুদ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। আজ সেই গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদের জন্মদিন।
‘জন্মদিন শুভ হোক কিংবদন্তি’, ‘প্রিন্স মাহমুদ তুমি বেঁচে থাকবে তোমার সুরের মাঝে জন্ম-জন্মান্তর’, ‘শুভ জন্মদিন সাত সুরের প্রিন্স’– এমন অনেক শুভেচ্ছাবার্তা পাঠিয়ে যাচ্ছেন সংগীতপ্রেমীরা। উপলক্ষ একটাই, নন্দিত গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদের জন্মদিন আজ। তাই সুরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের দেয়াল আর মোবাইল ফোনের ইনবক্স ভরে উঠছে শুভেচ্ছাবার্তা, শুভকামনা, প্রত্যাশার নানা কথামালায়। যদিও নিজে থেকে জন্মদিন পালন করেন না প্রিন্স।
আরও পড়ুন: বাংলা গানের সুরসম্রাজ্ঞী সাবিনা ইয়াসমিন এর জন্মদিন
এরপরও পরিবারের সদস্য, বন্ধুবান্ধব আর অনুরাগীরা দিনটি ঘরোয়াভাবে হলেও উদযাপন করে থাকেন। এ নিয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘সৃষ্টির নেশায় ডুবে থাকি বলে অনেকে একটু আলাদা দৃষ্টিতে দেখেন। কিন্তু আমিও সাধারণ একজন মানুষ। তাই জন্মদিনটাও সাদামাটাভাবেই কাটিয়ে দিই। তবে কাছের মানুষরা দিনটি উদযাপন করতে চাইলে তাদের খুশি রাখার জন্যই পাশে থাকার চেষ্টা করি। এবারও ভাইবোনকে নিয়ে ঘুরে বেড়াব। জন্মদিনকে উপলক্ষ করে হলেও বহুদিন পর তাদের সঙ্গে দেখা-সাক্ষাতের সুযোগ হচ্ছে, আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি– এটাই আনন্দের।’
নব্বই দশক থেকে গানের ভুবনে প্রিন্স মাহমুদের বিচরণ। এ দেশে মিক্স অ্যালবাম জনপ্রিয় করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। ‘শক্তি’, ‘জয় পরাজয়’, ‘ওরা ১১ জন’, ‘ক্ষমা’, ‘ঘৃণা’, ‘শেষ দেখা’, ‘এখনও দু’চোখে বন্যা’, ‘পিয়ানো’, ‘১২ মাস’, ‘দেশে ভালোবাসা নাই’, ‘দেয়াল দুই হৃদয়ের মাঝে’, ‘দাগ থেকে যায়’, ‘প্রিন্স মাহমুদের গান’, ‘খেয়ালপোকা’সহ আরও বেশ কিছু মিশ্র, দ্বৈত ও বিভিন্ন শিল্পীর একক অ্যালবাম ও একক গানের স্রষ্টা হিসেবে তিনি অগণিত শ্রোতার হৃদয় স্পর্শ করেছেন।
আরও পড়ুন: সুখবর দিলেন তানজিন তিশা!
প্রিন্স মাহমুদকে তাঁর সময়ের শ্রেষ্ঠ গীতিকবি ও সুরকার হিসেবে উল্লেখ করেন অনেকে।