ফ্রান্সের ভেসুল চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

বাংলাদেশের উজ্জ্বলতম নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে অংশ নিয়েছে, প্রশংসা আর পুরস্কারও জিতেছে। এছাড়া তিনি নিজেও একাধিক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন। এবার ফ্রান্সের ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমায় বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে উৎসব চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবের ৩০তম আসরে আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র বিচার করবেন ফারুকী।
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করবেন তিনি। এবার জুরিবোর্ডের সভাপতি ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ।
এ বিষয়ে ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘জুরিবোর্ডের সদস্য হতে পেরে আমি সম্মানীত, যেখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই।’
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
উৎসবের জুরি বোর্ডের অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন।