১৫ই আগস্ট মুক্তি পেতে চলেছে "পুষ্পা: দ্য রুল"

Abid Rayhan Jaki
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১২:১৬ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের আলোচিত সিনামা পুস্পা।

এবার আরো একবার বক্স অফিস কাঁপাতে আবারও প্রেক্ষাগৃহে আসছে  "পুষ্পা: দ্য রুল"। সম্প্রতি এই সিনেমাটির  মুক্তির তারিখ  ঘোষণা দিয়েছে পুষ্পার নির্মাতা সংস্থা "মিথরি মুভি মেকার্স"

আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার

জনপ্রিয় দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয় দেখে অনেক ভক্ত পুষ্পা চরিত্রের অনুকরণ করা শুরু করে। 

ভক্তদের তৈরি করা সেসব ভিডিও তখন বেশ আলোড়নও সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান

অবশেষে দুই বছর পর, সিনেমাটির দ্বিতীয় পর্ব  "পুষ্পা : দ্য রুল"  মুক্তির দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পুষ্পার নির্মাতা সংস্থা "মিথরি মুভি মেকার্স"। 

মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, "পুষ্পা" ছবির টিমের পক্ষ থেকে জানানো হয়েছে— চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত পুষ্পার সিক্যুয়াল

প্রসঙ্গত ,পুষ্পা : দ্য রুল সিনেমায়, আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানা প্রধান ভূমিকায় অভিনয় করছেন।