তৃতীয় সিনেমার ঘোষণা করলেন আরশাদ আদনান

শাকিব-হিমেলকে নিয়ে আরশাদ আদনান। ছবিঃ সংগৃহীত
‘প্রিয়তমা’ সিনেমায় দারুণ সাফল্যে পান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। একই পরিচালক ও প্রযোজকের হাত ধরে আগামী ঈদেই মুক্তি পেতে চলেছে শাকিবের ‘রাজকুমার’ সিনেমা। সিনেমাটি দুটি প্রযোজনা করেছিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। ধারণা করা হচ্ছে, ‘প্রিয়তমা’র সাফল্যেকেও ছাড়িয়ে যাবে এই সিনেমা। তৈরি করবে নতুন রেকর্ড।
এবার শাকিব খান ও হিমেল আশরাফকে নিয়ে আরও একটি সিনেমার ঘোষণা দিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। শনিবার (৯ মার্চ) ফেসবুকে এক পোস্টে তিনজনের একটি ছবি শেয়ার করে আরশাদ আদনান লিখেছেন, ‘আমাদের ত্রয়ীর তৃতীয় আসছে, শিগগিরই ইনশাআল্লাহ।’
আরশাদ আদনানের সেই পোস্টে ভক্তদেরও যেন উচ্ছ্বাসের শেষ নেই। ইতোমধ্যেই তিনজনকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন শাকিব ভক্তরা। একইসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন পরবর্তী সিনেমার জন্য।
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় আছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘রাজকুমার’। এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফিকে। আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমার শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রে।
এছাড়াও চলতি বছরেই মুক্তির অপেক্ষায় আছে শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। অনন্য মামুনের পরিচালনায় সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।