ইতালির ভেনিসে বিয়ে করব : মিষ্টি জান্নাত

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ২০ মে ২০২৪ | আপডেট: ২:৩৬ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খান তৃতীয় বার বিয়ে করছেন। পাত্রী একজন ডাক্তার, তবে কে সেই রহস্যময়ী নারী, তা এখনও অজানা। এরই মধ্যে গুঞ্জনে ভেসে বেড়াচ্ছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতের নাম।

বিষয়টি নিয়ে দীর্ঘদিন মুখ খুলতে চাইছিলেন না মিষ্টি জান্নাত। কিন্তু রবিবার (১৯ মে) গণমাধ্যমের কাছে তিনি সব স্পষ্ট করে বলেন, "আমি এক বছরের মধ্যে বিয়ে করব। কিন্তু কোনো লুকোচুরি করে নয়। সবাইকে জানিয়ে ইতালির ভেনিসে গিয়েই করব।"

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

তিনি আরও বলেন, শাকিব ভাইয়ার সঙ্গে আমার বিয়ে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনও সাসপেন্স রেখেছি। আমি বলেছি শাকিব ভাইয়া আর আমি পাশাপাশি এসে বলব, ব্যাপারটা আসলে কি ছিল।

এই অভিনেত্রী বলেন, আমি এখন পর্যন্ত শাকিব খানকে নিয়ে বাজে কথা বলিনি। যে ভিডিওগুলো ছড়িয়েছে সেটা কেটে কেটে প্রকাশ করা হয়েছে। সবাইকেই বলবো, লেখালেখি হবে। সমস্যা নেই। সাসপেন্স রাখেন। তবে পজিটিভ হোক।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

মিষ্টি জান্নাত বলেন, শাকিব খান একজন সুপারস্টার। তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। আমি যে সাসপেন্সটা রেখেছি হতে পারে সেটা সিনেমার ব্যাপার, হতে পারে ব্যক্তিগত ব্যাপার আবার হতে পারে কিছুই না।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দয়া করে আপনারা কেউ বাজে ক্যাপশন লিখবেন না। একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন? সে সুপারস্টার, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমার বড় ভাই বলেন, বন্ধু বলেন সবকিছুই সে।

ইতোমধ্যে শাকিব খানের সঙ্গে তিনটি সিনেমার কথা চলছে, সাইন করাও হয়ে গেছে বলে জানান মিষ্টি জান্নাত।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে একজন দন্ত চিকিৎসক।