সালমান-ঐশ্বরিয়াকে নিয়ে যে কারনে আফসোস করলেন বিবেক ওবেরয়

বলিউডের একসময়কার ‘নেক্সট বিগ থিং’ খ্যাত অভিনেতা বিবেক ওবেরয় অবশেষে মুখ খুললেন ২০০৩ সালের সেই বহুল আলোচিত প্রেস কনফারেন্স নিয়ে। ঐশ্বরিয়া রাই ও সালমান খানের সম্পর্ক ভাঙার পরপরই বিবেকের সঙ্গে ঐশ্বরিয়ার নতুন সম্পর্কের গুঞ্জন ওঠে। কিন্তু সম্পর্কটিকে ঘিরে ঘটে যায় এক বড় বিতর্ক, যা রাতারাতি বলিউড অঙ্গন কাঁপিয়ে দিয়েছিল।
২০০৩ সালে এক সাংবাদিক সম্মেলনে বিবেক অভিযোগ করেছিলেন যে, সালমান খান নাকি তাকে ও ঐশ্বরিয়াকে হুমকি দিচ্ছেন। এই পদক্ষেপের ফলেই তার ক্যারিয়ার আর ঘুরে দাঁড়াতে পারেনি বলে মনে করেন তিনি নিজেই।
আরও পড়ুন: অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন
প্রায় দুই দশক পর সেই ঘটনার জন্য আফসোস করে বিবেক বলেন, “হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না, কারণ আমি সেটা ইতোমধ্যেই অনুভব করেছি। সেই ভয়, সেই একাকীত্ব, সেই অন্তর্মুখী জীবন— ভীষণ কঠিন।”
তবে সময়ের সঙ্গে সঙ্গে এই অভিনেতার দৃষ্টিভঙ্গি বদলেছে। তিনি এখন ঘটনাটিকে দেখেন ঈশ্বরের দেওয়া এক ধরনের সহনশীলতার পরীক্ষা হিসেবে। বিবেকের মতে, বিপদ যখন আসে তখন তা অনেক বড় মনে হয়, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তা ক্ষুদ্র, কারণ সেই বিপদ মানুষকে আরও শক্তিশালী করে তোলে।
আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ভিত্তিহীন: চিকিৎসাধীন লন্ডনে