আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমার শত্রু আছে কি না: পরীমণি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৫৯ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়েও নিজের জীবন ও কর্ম নিয়ে সবসময় অকপট চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তার জেল ও রিমান্ডের সময়ের চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

পরীমণি জানান, মাদক মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে থাকাকালে তাকে বারবার একটি প্রশ্নই করা হয়েছিল—তার কোনো শত্রু আছে কি না এবং কারও নাম বলতে চান কি না। আমাকে যখন রিমান্ডে বারবার জিজ্ঞেস করছিল, উনারা শুধু একটা প্রশ্ন করছিলেন—আপনার কি শত্রু কাউকে আপনার মনে হয়? কাউকে শত্রু মনে করেন বা কারও নাম বলতে চান? পরীমণির ভাষ্যে, তিনি তদন্তকারীদের বারবার বলেছেন যে তার কোনো শত্রু নেই।

আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার

তিনি বলেন,আমি বলেছি, না, আমার কোনো শত্রু নাই। আমি কাউকে শত্রু ভাবতে পারি নাই। কারণ আমি কারও সঙ্গে মাথা ফাটাফাটি করিনি, গালাগালি করিনি, জমি দখল করিনি—তাহলে আমার কেন শত্রু হবে? শত্রুতা হওয়ার তো একটা কারণ লাগে।

পরীমণি আরও জানান, একাধিক তদন্তকারী সংস্থা—বিশেষ করে সিআইডি—তাকে একই প্রশ্ন করেছে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান

তিনি বলেন, আমাকে তিনটি ডিপার্টমেন্ট জিজ্ঞেস করেছিল। বিশেষ করে সিআইডি বলেছিল, আপনি কাউকে শত্রু মনে করেন কিনা? কোনো নাম বলবেন কিনা?’ কিন্তু আমি একটা নামও বলতে পারিনি। কারণ আমার চোখে দেখা অনুযায়ী আমি কারও সঙ্গে এমন কিছু করিনি যে সে আমার শত্রু হয়ে যাবে।

২০১৯ সালে চলচ্চিত্র জগতে আসা পরীমণি তার স্পষ্টভাষী মনোভাবের জন্য বরাবরই আলোচনায় ছিলেন। তবে এবার তিনি নিজের অতীত অভিজ্ঞতার কথাই খোলামেলা ভাবে তুলে ধরলেন।