শাহরুখ খানকে নিয়ে নাসিরুদ্দিন শাহের মন্তব্যে বলিউডে বিতর্ক

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৩২ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন যে, বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান দিন দিন একঘেয়ে অভিনেতা হয়ে উঠছেন। তবে অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও, শাহরুখ খানের পরিশ্রম ও নিজের যোগ্যতায় বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার বিষয়টি তিনি প্রশংসা করেছেন।

এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহকে জিজ্ঞাসা করা হয়েছিল — বলিউডের তিন জনপ্রিয় তারকা খান, কুমার ও দেবগনদের মধ্যে কার অভিনয় তার বেশি পছন্দ?

আরও পড়ুন: সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তাসনিয়া ফারিণ

জবাবে তিনি বলেন, আমি প্রায় সবার সঙ্গেই কাজ করেছি। কিন্তু কারো অভিনয় আলাদাভাবে দেখার জন্য কখনো চেষ্টা করিনি।”

তবে এক্ষেত্রে তিনি অক্ষয় কুমারকে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি

তার ভাষ্যে একমাত্র অক্ষয় কুমারকেই আমি সত্যিই পছন্দ করি। কোনো গডফাদার ছাড়া নিজের জায়গা তৈরি করেছে সে। তার অভিনয়ের যোগ্যতাও আছে। দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে সে এখন ভালো অভিনেতা হয়ে উঠেছে।

শাহরুখ খান সম্পর্কে প্রশ্ন করা হলে নাসিরুদ্দিন শাহ বলেন, শাহরুখও নিজের ক্ষমতায় এমন জায়গা তৈরি করেছে, যার জন্য আমি তাকে পছন্দ করি। তবে অভিনেতা হিসেবে সে দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে। তার এই মন্তব্য বলিউডের ভেতরে ও বাইরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে শাহরুখ খান রুপালি পর্দায় ফিরেন এবং বছরটি তার জন্য ছিল সুপারহিট। তার অভিনীত তিনটি সিনেমা ,‘পাঠান’,‘জওয়ান’,‘ডাঙ্কি’ সবগুলোই বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করে। বর্তমানে শাহরুখ ‘কিং’ নামের নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।