ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৪ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে নতুন অতিথি এসেছে গত ৭ নভেম্বর। দীর্ঘ প্রতীক্ষার পর তাদের জীবনে এসেছে প্রথম সন্তান—এক পুত্রসন্তান। বিয়ের পর থেকেই সিনেমায় কাজ কমিয়ে দেন ক্যাটরিনা কাইফ, গত দুই বছরে তাকে কোনো নতুন ছবিতেও দেখা যায়নি। অবশেষে নতুন সদস্যের আগমনে ভিকি–ক্যাটরিনার পরিবারে নেমে এসেছে আনন্দের বন্যা।

সন্তান জন্মের পর থেকে এখনো প্রকাশ্যে আসেননি অভিনেত্রী ক্যাটরিনা। তবে সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়ে বাবা হওয়ার প্রথম অনুভূতি জানান অভিনেতা ভিকি কৌশল।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে মা-বাবা হতে চলেছেন—এ খবর নিজেরাই জানান ভিকি ও ক্যাটরিনা। স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। প্রচুর ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।

বাবা হওয়ার পর আবেগ আর ধরে রাখতে পারেননি ভিকি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ বছরটা আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা হলো বাবার দায়িত্ব পাওয়া। ভাবতাম আনন্দে আত্মহারা হয়ে যাব, কিন্তু সত্যি বলতে এই মুহূর্ত আমাকে যেন মাটির মানুষ করে দিয়েছে।”

আরও পড়ুন: জাস্টিন ট্রুডো–কেটি পেরির ঘনিষ্ঠ ছবি প্রকাশ, তোলপাড় সোশ্যাল মিডিয়া