কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:১৬ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক বর্ণাঢ্য অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকে রূপালী পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা: স্ত্রীসহ ১১ আসামির সম্পদ জব্দের আবেদন

গ্ল্যামার, সাহসিকতা ও স্বাধীনচেতা মানসিকতার এক অনন্য প্রতীক ছিলেন ব্রিজিত বার্দো। ক্যারিয়ারের শীর্ষ সময়ে থেকেও তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা আজও বিশ্ব চলচ্চিত্রে এক বিরল উদাহরণ হয়ে আছে। মাত্র ৫০টি সিনেমায় অভিনয় করার পর ১৯৭৩ সালে, মাত্র ৩৯ বছর বয়সে, অভিনয় জীবন থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি।

আরও পড়ুন: বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নোরার

তার এই সিদ্ধান্তে সে সময় বিস্মিত হয়েছিল ভক্ত ও চলচ্চিত্র মহল। তবে বার্দো ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। অভিনয় ছাড়ার সময় দেওয়া তার সেই কালজয়ী উক্তি আজও স্মরণীয়

আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।’

রূপালী পর্দার আলো-ঝলকানি ছেড়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেন প্রাণী কল্যাণে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’, যা বন্য ও গৃহপালিত প্রাণীদের সুরক্ষা ও অধিকার রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অবলা প্রাণীদের পাশে ছিলেন অকৃত্রিম ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে।

তার প্রয়াণে ফরাসি চলচ্চিত্র হারাল একজন অভিভাবক, আর বিশ্ব হারাল প্রকৃতি ও প্রাণীর এক নিবেদিতপ্রাণ বন্ধুকেপর্দার গ্ল্যামার ছাপিয়ে ব্রিজিত বার্দোর জীবন হয়ে উঠেছিল মানবতাসেবার এক অনন্য দৃষ্টান্ত