ভুটানের সঙ্গে ড্র, শিরোপা হারানোর পথে বাংলাদেশ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:০৪ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। শুক্রবার (২৯ আগস্ট) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিক ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের দল। এই ফলাফলের ফলে শিরোপা দৌড়ে বাংলাদেশের আশা অনেকটা কমেছে।

আজ টুর্নামেন্টের অন্য ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে ভারত। যদি ভারত জয় পায়, তবে চ্যাম্পিয়নশিপের ট্রফি ভারতের দখলে চলে যাবে। কিন্তু ভারত যদি ড্র বা হেরে যায়, তাহলে শিরোপার আশা বাঁচাতে পারবে বাংলাদেশ।

আরও পড়ুন: প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশ আবারও হারাল নেপালকে

চার দলের লিগভিত্তিক টুর্নামেন্টে প্রতিটি দল ৬টি ম্যাচ খেলে। বাংলাদেশ এখন পর্যন্ত ৫ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে ভারত ৪ ম্যাচে ১২ পয়েন্টে রয়েছে। নেপালের বিপক্ষে ভারতের জয় নিশ্চিত হলে বাংলাদেশ আর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে না। নেপাল-ভারত ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুতে বাংলাদেশ গোলের মাধ্যমে এগিয়ে যায়। ম্যাচের ৬ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে লং শটে জালে বল জড়ান পূর্ণিমা মারমা। তবে প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের রক্ষণের ভুলে চোর্টেন জাংমো গোল করে সমতা ফিরিয়ে দেন ভুটানকে।

আরও পড়ুন: ২২ মাসের দূরত্ব মুছে, জাতীয় দলে ফিরছেন নেইমার!

পরবর্তীতে বাংলাদেশের খেলোয়াড়রা একের পর এক আক্রমণ চালিয়ে গোলের সুযোগ তৈরি করলেও কোনো গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ ১-১ গোলে ড্রতে শেষ হয়, এবং লাল-সবুজের মেয়েরা মাঠ ছাড়ে।