ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬৫ জন
দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহতভাবে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটিতে ৩২০ জন এবং ঢাকার বাইরে ২৪৫ জন।
আরও পড়ুন: চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল
চলতি বছরে এখন পর্যন্ত ৯৬,৬২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৪,৪০৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৩৯৪ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এর মাত্রা বেড়ে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সর্বত্র প্রচার চালাতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো, সবাইকে সচেতন থাকতে হবে।”
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০ এর দ্বারপ্রান্তে
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “মশা নিধনে শুধু জেল-জরিমানা বা সচেতনতা বাড়ালেই হবে না। সঠিক জরিপ করে দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাবে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১,৭০৫ জন মারা যান।





