ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি খামেনির

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ন, ২২ জুন ২০২৫ | আপডেট: ৪:৩৩ পূর্বাহ্ন, ২২ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পুরোনো এক সতর্কবার্তা আবারও সামনে এনেছেন। শনিবার খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে হুঁশিয়ারি দেওয়া হয় যুক্তরাষ্ট্রকে।

ভিডিওতে খামেনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল সংঘাতে প্রবেশ করে, তবে তারা নিজেরাই ভয়াবহ ক্ষতির মুখোমুখি হবে। এই ক্ষতি হবে ইরানের ক্ষতির চেয়েও অনেক বেশি।’

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

খামেনির কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও বার্তাটিকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রতি একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান—এই তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছি এবং আমাদের সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

ইরানের আণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। ফক্স নিউজের খবরে বলা হয়েছে, ফোর্ডোতে হামলার সময় ছয়টি বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল, অতিরিক্ত পারমাণবিক স্থাপনায় ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।

তবে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড দেশব্যাপী হুমকির মাত্রা বাড়িয়েছে, শুধুমাত্র প্রয়োজনীয় কার্যকলাপ পরিচালনার নির্দেশ দিয়েছে।