যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে ট্রাম্পের দাবি ‘অতিরঞ্জিত’, পাল্টা মন্তব্য খামেনির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ন, ৩০ জুন ২০২৫ | আপডেট: ২:০৬ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা চালিয়েছে, তার সাফল্য নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অতিরঞ্জিত’ দাবি করছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (২৯ জুন) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ অভিযোগ তোলেন খামেনি। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলছেন। এতে বোঝা যায়, তার এই অতিরঞ্জনের পেছনে কিছু প্রয়োজন ছিল। যে কেউ ওই বক্তব্য শুনলে বুঝতে পারবে, কথার ভেতরে লুকানো আছে অন্য বাস্তবতা—আসলে তারা কিছুই করতে পারেনি। আর সেই ব্যর্থতা ঢাকতেই এত বড় কথা বলেছে।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, আমরা হামলা চালিয়ে তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি এবং তারপর থেমে গিয়েছি। এটা ছিল এক দারুণ কাজ। তারা আর এগোতে পারত না। এটা ছিল এক ভয়ঙ্কর রকমের ১২ দিন খুবই তীব্র।

প্রসঙ্গত, ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা শুরু করে। ওই হামলার অংশ হিসেবে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো এবং ইসফাহানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

জবাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্স ‘ট্রু প্রমিজ থ্রি’ নামের এক অভিযানে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

শেষ পর্যন্ত ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ বন্ধ হয়। যুক্তরাষ্ট্রের স্পন্সরে হওয়া যুদ্ধবিরতিটি ২৪ জুন থেকে কার্যকর হয় এবং ১২ দিন ধরে চলা ভয়াবহ এই সংঘর্ষের অবসান ঘটে।