ট্রাম্প-নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। ফতোয়ায় এই দুই নেতাকে ‘আল্লাহর শত্রু’ হিসেবে আখ্যা দিয়ে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর এনডিটিভি ও ইরানের মেহের বার্তা সংস্থার।
মেহের জানায়, ফতোয়ায় শিরাজি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বকে হুমকির মুখে ফেলায় আমেরিকান ও ইসরায়েলি নেতাদের ‘উৎখাত করা জরুরি’। যেকোনো ব্যক্তি বা শাসক যদি ইসলামি নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, তাকে ‘মোহারেব’ বা ‘যুদ্ধবাজ’ হিসেবে বিবেচনা করা হবে।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান
ফক্স নিউজ বলছে, ‘মোহারেব’ শব্দটি ইরানি আইনে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীকে বোঝায়। এই অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড, ক্রুশবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ অথবা নির্বাসন।
ফতোয়ায় আরও বলা হয়েছে, ইসলামি শত্রুদের প্রতি মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কোনো সহযোগিতা বা সমর্থন করা হারাম বা সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে কথা বলা ও ভুলের জন্য অনুতপ্ত করানো মুসলমানদের দায়িত্ব।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল
১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পরবর্তী ১২ দিন ধরে চলে পাল্টাপাল্টি হামলা। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীসহ ৬০০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর ২৪ জুন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছালেও পরিস্থিতি স্থিতিশীল নয়। ইরান স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে—যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলার চিন্তা বাদ দিতেই হবে। অন্যথায় তাদের কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।