বিশ্বকাপে আইসিসি ঘোষণা করলো রেকর্ড প্রাইজমানি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:১৮ পূর্বাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটের ইতিহাসে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য সংস্থাটি রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারতে এবং আংশিকভাবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ৮ দলের এই মর্যাদার টুর্নামেন্ট। এবারের আসরে মোট পুরস্কার ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার (প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি।

বিশেষত্ব হলো, নারীদের এই বিশ্বকাপের প্রাইজমানি ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়ে বেশি। সেবার পুরুষদের আসরে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: সুদানের এল-ফাশার দখলের পর হাজারো মানুষ নিখোঁজ

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “এটি নারী ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রাইজমানির এই ব্যাপক বৃদ্ধির মাধ্যমে আমরা দেখাতে চাই, নারী ক্রিকেটাররা পুরুষদের সমান মর্যাদা পাওয়ার যোগ্য।”

প্রাইজমানি বণ্টন:

আরও পড়ুন: ইসরায়েল আক্রমণ করলে আরও ভয়াবহ পরাজয়ের মুখে পড়বে

চ্যাম্পিয়ন দল: ৪.৪৮ মিলিয়ন ডলার

রানার্স-আপ: ২.২৪ মিলিয়ন ডলার

সেমিফাইনালিস্ট দল: ১.১২ মিলিয়ন ডলার

গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের পুরস্কার: ৩৪,৩১৪ ডলার

৫ম ও ৬ষ্ঠ দল: ৭ লাখ ডলার

৭ম ও ৮ম দল: ২.৮ লাখ ডলার

প্রতিটি অংশগ্রহণকারী দল: ২.৫ লাখ ডলার

বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে অংশগ্রহণকারী দেশগুলো প্রস্তুতি শুরু করেছে। আইসিসি শিগগিরই টুর্নামেন্টের সূচি ও ভেন্যু প্রকাশ করবে।