সুদানে ভয়াবহ ভূমিধস, নিশ্চিহ্ন একটি গ্রাম, এক হাজারের বেশি নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুদানে ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি মানুষ। সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট।

জানা গেছে, দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পর গত ৩১ আগস্ট এই ভূমিধসের ঘটনা ঘটে। গ্রুপটির প্রধান জানান, ভয়াবহ দুর্যোগে গ্রামটির প্রায় সব বাসিন্দা মারা গেছেন। মাত্র একজন জীবিত আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন: গাজায় গর্ভবতী নারী-শিশুসহ ৫৯ জন নিহত, ক্ষুধায় বাড়ছে মৃত্যুর মিছিল

তারা আরও জানায়, নারী, পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধার ও সহায়তার জন্য জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে জরুরি সহায়তা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সংঘাতের কারণে দারফুরের পাহাড়ি অঞ্চলে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। দুর্গম হওয়ায় সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধ পাওয়া কঠিন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে

দুই বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এবার সেই শরণার্থীরাই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন।