গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে নিহত ৭৩, পুরো পরিবার নিশ্চিহ্ন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে একদিনে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন। হামাস দাবি করেছে, ইসরায়েল পুরো পরিবারকে লক্ষ্য করে হত্যা করছে।
হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তৎক্ষণাৎ হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। আল জাজিরা সংবাদমাধ্যম জানিয়েছে, আশ্রয়কেন্দ্র ও স্কুলে থাকা মানুষের উপরও হামলা চালানো হয়েছে। এক ফিলিস্তিনি বলেন, আমার ভাই ও তার পরিবারকে ঘরেই মেরে ফেলেছে, কেউ বেঁচে নেই।
আরও পড়ুন: ১১শ কোটি টাকায় বিক্রি হলো নেহেরুর বাংলো লুটিয়েন্স
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য ও সহায়তার অভাবে গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও ছয়জন মারা গেছেন। অপুষ্টি ও অনাহারে এখন পর্যন্ত ৩৬৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৩১ শিশু।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজা সিটিতে ইসরায়েলের অভিযান প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করতে পারে। ১৪ থেকে ৩১ আগস্টের মধ্যে ৮২ হাজার মানুষকে জোরপূর্বক স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৮
ইউনিসেফ সতর্ক করেছে, ২০২৬ সালের মধ্যে পাঁচ বছরের নিচের ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে থাকবে। বর্তমানে ৩ লাখ ২০ হাজার ফিলিস্তিনি শিশু খাদ্য সংকটে ভুগছে।
স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের অবরোধ ও হামলার ফলে ফিলিস্তিনে মানবিক সংকট ভয়াবহ আকার নিয়েছে।