নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, রাজধানীতে সেনা মোতায়েন, নিহত ৬

নেপালে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহার নিষিদ্ধ ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ দমন করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: জেন জি বিক্ষোভে উত্তাল নেপাল, নিহত বেড়ে ১৪
পুলিশ ও সেনাবাহীর সঙ্গে বিভিন্ন এলাকায় সংঘাতে ইতোমধ্যে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম সরকার নিষিদ্ধের নির্দেশ দেওয়ায় বিক্ষোভের সূচনা হয়।
আরও পড়ুন: হামাসকে শেষ সতর্কবার্তা ট্রাম্পের
আজ সোমবার সকালে কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে তা রাজধানীর সর্বত্র ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন।
বিক্ষোভ দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করছে। বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল ও পানির বোতল দিয়ে প্রতিরোধ করছেন। তারা সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন এবং কয়েকজন জাতীয় পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়েছেন।