নেপালে জরুরি নিরাপত্তা পরিস্থিতি: বাংলাদেশিদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৯ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করেছে নেপালের বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুন: কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বার্তায় দূতাবাস এ অনুরোধ জানায়। বার্তায় বলা হয়, নেপালে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের এ সময়ে নেপাল ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: বিক্ষোভের মুখে তিনিও হেলিকপ্টারে পালালেন

এ ছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে

মো. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯

সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে।