কাঠমান্ডুতে জামালদের অনুশীলন বাতিল, দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৩ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে নেপালে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে দেশটির রাজধানী কাঠমান্ডুতে জেন–জেডদের বিক্ষোভে সহিংসতায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই বিক্ষোভের মধ্যে বর্তমানে দেশটির রাজধানী কাঠমান্ডুতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বিক্ষোভের কারণে আজ সোমবার নির্ধারিত সময়ের অনুশীলন বাতিল করেছে টিম ম্যানেজমেন্ট। আগামীকাল মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আপাতত টিম হোটেলেই আছেন জামাল ভূঁইয়া–তপু বর্মণরা।

আরও পড়ুন: যে রেকর্ডে বাংলাদেশকে ছাড়িয়ে গেল উগান্ডা