কী হচ্ছে ডাকসু নির্বাচনে? প্রার্থিতা প্রত্যাহার করলো আরও একজন সম্পাদক প্রার্থী!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিল আরো একজন প্রার্থী। ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদের হেভি ওয়েট প্রার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির বর্তমান সভাপতি আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান আজ তার নিজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে এ কথা জানান। উক্ত পোস্টে তিনি বলেন, "সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আমি ক্লান্ত! খুবই ক্লান্ত! আমার শরীরও ভালো নেই, পাঁচদিন যাবৎ এক প্রকার বেড এ পড়ে আছি, কোনো প্রচারণা সম্ভব হচ্ছে না, অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিক মনোবল নষ্ট হয়ে গেছে!"
তিনি আরো জানান, "আমি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি, ক্লাবের মাধ্যমে আমার একটা সুযোগ আছে কিছু দিয়ে যাওয়ার শিক্ষার্থীদের পাশাপাশি আমার অরাজনৈতিক টার্মটাও এখানে বেশি রেলিভেন্ট ডাকসু থেকে, আর রাজনীতিতে চলমান ভাঙা গড়ার দ্বন্দ্বে আমি একদম আর সামনে এগোতে চাচ্ছি না। ক্লাবের সবার আসলে আমার প্রতি একটা তীব্র আশা আকাঙ্ক্ষার জায়গা আছে, তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই!"
আরও পড়ুন: ভাঙা হাত নিয়েই প্রচারণা চালাচ্ছেন ছাত্রদলের আবিদুর
পোস্টের শেষে তিনি বলেন, "এখন যদিও প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ নেই, আন-অফিসিয়ালি ব্যক্তিগত কারণ ও ক্যারিয়ার ফোকাসের কথা মাথায় রেখে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি! আমি আমার ডিপার্টমেন্ট এর বন্ধু শোয়েবকে নৈতিক সমর্থন দিচ্ছি। সবাই আমার ও তার জন্য মন ভরে দোয়া করবেন!"
গত শুক্রবার মাহিন সরকারের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণার পরে আজ আবার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা আসলো আব্দুল্লাহ আরিয়ানের পক্ষ থেকে।
আরও পড়ুন: মাহিন সরকারের প্রার্থিতা প্রত্যাহার ইস্যুতে বিস্ফোরক তথ্য দিলেন ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ
উল্লেখ্য, মাহিন সরকারের সাথে ব্যক্তিগত সুসম্পর্ক আছে আব্দুল্লাহ আরিয়ানের। ক্যাম্পাসের বিভিন্ন আয়োজনে একসাথে দেখা গেছে তাদের। তাই যে চাপের কারণে মাহিন সরকার প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য হলেন সেই একই চাপের কারণেই আব্দুল্লাহ আরিয়ানকে ও প্রার্থিতা প্রত্যাহার করতে হলো কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।