সীমান্তে নতুন উত্তেজনা
পাকিস্তান-আফগান এলাকায় সংঘর্ষে পাঁচ সেনা ও ২৫ জঙ্গি নিহত
তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনার উদ্যোগ চলমান থাকা অবস্থায় পাকিস্তান-আফগান সীমান্ত এলাকায় পুনরায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত এবং অন্তত ২৫ জন জঙ্গি মারাত্মকভাবে নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত আফগানিস্তান সীমান্তের ভেতর থেকে সশস্ত্র জঙ্গিরা পাকিস্তানের কুররাম ও উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়। ওই সময় পাকিস্তানি সেনাবাহিনী তাদের বাধা দেয় এবং দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাকিস্তানের পাঁচ সেনা সদস্য প্রাণ হারান।
আরও পড়ুন: পাঁচ বছর পর চীন-ভারত সরাসরি বিমান চলাচল পুনরায় চালু
বিবৃতিতে আরও বলা হয়, তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান সরকারের পক্ষ থেকে সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি থাকলেও তাদের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিদের এমন অনুপ্রবেশ অত্যন্ত উদ্বেগজনক।
তবে এ বিষয়ে আফগান সরকারের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ট্রাম্পের নাচের ভিডিও ভাইরাল
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। উত্তেজনা কমাতে বর্তমানে দুই দেশের প্রতিনিধিরা তুরস্কের ইস্তাম্বুলে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, যুদ্ধবিরতি আপাতত কার্যকর, তবে স্থায়ী সমাধান না হলে বড় ধরনের সামরিক উত্তেজনা দেখা দিতে পারে।
সূত্র: এএফপি, রয়টার্স।





