নতুন পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া: পুতিন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৫ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক-চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। মঙ্গলবার মস্কোর ক্রেমলিনে এক রাষ্ট্রীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন: মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ মানুষ হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

পুতিন বলেন, নতুন প্রজন্মের পারমাণবিক-চালিত ক্রুজ মিসাইল উন্নয়ন শুরু হয়েছে। এগুলোর গতি শব্দের গতির চেয়েও তিন গুণ বেশি হবে, এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক গতি অর্জন করবে।

তিনি জানান, বুরেভেস্তনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পোসাইডন আন্ডারওয়াটার ড্রোনের উন্নয়নকারীদের সম্মাননা জানাতে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পুতিন এই অস্ত্রগুলোকে রাশিয়ার দীর্ঘমেয়াদি কৌশলগত নিরাপত্তার জন্য ‘ঐতিহাসিক’ গুরুত্বের বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: নিউইয়র্কে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, বুরেভেস্তনিক পরীক্ষার সময় নাটোর একটি জাহাজ পরীক্ষার এলাকায় উপস্থিত ছিল, তবে রাশিয়া তাদের কার্যক্রমে হস্তক্ষেপ করেনি।

তিনি আরও জানান, বুরেভেস্তনিক ও পোসাইডন একই প্রযুক্তি ও উদ্ভাবনে পরস্পরকে পরিপূরক করে। এই উপকরণ ও প্রযুক্তি ভবিষ্যতে সামরিক ও বেসামরিক উভয় খাতে বড় অগ্রগতি আনবে।

পুতিন নিশ্চিত করেন যে, রাশিয়ার এই সামরিক উন্নয়ন অন্য কোনো দেশের বিরুদ্ধে হুমকি নয়, বরং বিশ্বের অন্যান্য পারমাণবিক শক্তির মতোই কৌশলগত ভারসাম্য রক্ষার অংশ।

তিনি যোগ করেন, এই বছর আমরা সারমাত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে পরীক্ষামূলক পর্যায়ে মোতায়েন করব এবং আগামী বছর এটি পূর্ণ যুদ্ধ প্রস্তুতি অবস্থায় থাকবে।

উল্লেখ্য, বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও পোসাইডন আন্ডারওয়াটার ভেহিকল প্রথম ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালে। বুরেভেস্তনিককে পুতিন অসীম পাল্লার সক্ষম বলে অভিহিত করেছেন।