ইয়েমেনের হুঁশিয়ারি
‘ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী লড়াই অনিবার্য’
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে ভবিষ্যতে আরও সংঘাত অনিবার্য।’ গতকাল শুক্রবার ( ২৬ ডিসেম্বর) পবিত্র ‘লাইলাতুল রাগায়েব’ উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ভাষণে আল-হুথি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও যুক্তরাজ্যকে মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও নিপীড়ক শক্তি হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এসব দেশের পাশাপাশি তাদের সহযোগীরাও মুসলিম বিশ্বে অস্থিরতা ও ধ্বংসের জন্য দায়ী।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি ভিসা বাতিল
মুসলিম দেশগুলোর ভেতরে ‘বিশ্বাসঘাতক চক্রের’ তৎপরতার বিষয়ে সতর্ক করে আল-হুথি বলেন, এই গোষ্ঠীগুলো মুসলিম জাতির বিশ্বাস ও পরিচয় বিকৃত করতে এবং শত্রুদের কাছে নতজানু করাতে কাজ করছে। তার দাবি, শত্রুপক্ষ পরিকল্পিতভাবে মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়।
পবিত্র কোরআন ও ইসলামি পবিত্র স্থান অবমাননার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শত্রুরা ইচ্ছাকৃতভাবে এসব অপমান করছে, যাতে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া যাচাই করা যায়। এ বিষয়ে মুসলিম উম্মাহকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: যুদ্ধ চাই না, কিন্তু ‘যুদ্ধের জন্য প্রস্তুত’: আরাঘচি
আল-হুথি আরও বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ প্রকল্প বাস্তবায়নের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে শত্রুপক্ষ। তার ভাষায়, ইহুদিবাদী শক্তি প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা ও অপহরণ করছে এবং পশ্চিম তীর ও গাজা উপত্যকায় জোরপূর্বক বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে।
ভাষণের শেষাংশে তিনি ভবিষ্যৎ সংঘাতের বিষয়টি জোর দিয়ে উল্লেখ করে বলেন, ‘ইহুদিবাদী শত্রুর সঙ্গে ভবিষ্যতে আরও দফা সংঘর্ষ নিশ্চিত। এতে কোনো সন্দেহ নেই। তাই ইসলামি জাতিকে সর্বদা সম্পূর্ণ সজাগ ও প্রস্তুত থাকতে হবে।’
সূত্র: মেহের নিউজ





