বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২৫ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বুধবার এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি রয়েছে—এমন দেশের নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বের প্রায় ২০০ দেশের মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন করে প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যাবে।

ফক্স নিউজ ডিজিটাল প্রথম এই তথ্য প্রকাশ করে জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে এবং এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে হবে।

আরও পড়ুন: ইরানে মার্কিন হামলার আশঙ্কা: যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা সৌদির

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে কয়েক লাখ বিদেশি দর্শকের আগমনের সম্ভাবনা থাকলেও নতুন এই সিদ্ধান্ত ভ্রমণ ও কাজের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফক্স নিউজ জানায়, ৭৫টি দেশের পূর্ণ তালিকা প্রকাশ না করা হলেও প্রাথমিকভাবে যেসব দেশের নাম উঠে এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে—রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড ও ইয়েমেন।

আরও পড়ুন: সাময়িক নিষেধাজ্ঞা শেষে আকাশসীমা খুলে দিল ইরান

এর আগে ২০২৫ সালের নভেম্বরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন ভিসা যাচাই-বাছাই নীতিমালা জারি করেছিল। সেই নির্দেশনায় বলা হয়েছিল, যেসব আবেদনকারী স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা, ইংরেজি ভাষা শিক্ষা বা দীর্ঘমেয়াদি চিকিৎসা সুবিধার ওপর নির্ভর করতে পারেন—তাদের ভিসা আবেদন বাতিল করতে হবে। এমনকি বয়স্ক ও অতিরিক্ত ওজনের ব্যক্তিদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের নির্দেশনা ছিল।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, ‘ভিসা প্রদানের প্রক্রিয়াগুলো নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। যারা যুক্তরাষ্ট্রে এসে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত পূর্ণাঙ্গ তালিকায় বাংলাদেশসহ আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, বাহামাস, বেলারুশ, ভুটান, ব্রাজিল, কলম্বিয়া, কিউবা, মিসর, ইথিওপিয়া, ইরান, ইরাক, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, সোমালিয়া, সিরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, ইয়েমেনসহ মোট ৭৫টি দেশের নাম রয়েছে।