র‍্যাব কর্মকর্তা ইকবাল হাসানকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দিয়েছে সরকার

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৩ | আপডেট: ৮:০১ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৩
(no caption)
(no caption)

র‍্যাবের আইন কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. ইকবাল হাসানকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দিয়েছে বাংলাদেশ সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণপূর্বক মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা মোতাবেক সংশ্লিষ্ট আইনে, অধিক্ষেত্রে, সময়কালে ও উল্লিখিত শর্তে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো। 

আরও পড়ুন: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

শর্তাবলীতে বলা হয়, ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার পূর্বে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতি মাসে মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন।