শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:১২ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব এবং ২৩টি বিও হিসাব (শেয়ার) অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৬ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এদিন দুদকের উপপরিচালক মো. খায়রুল হক ব্যাংক হিসাব এবং বিও হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন: দুর্নীতির মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ কারাগারে

আবেদনে বলা হয়েছে, শেখ সেলিম ও তার স্বজনরা দুর্নীতির মাধ্যমে দেশবিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। এ সংক্রান্ত অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, তারা এসব সম্পদ অন্য কোথাও হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে তাদের ব্যাংক ও বিও হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে মনে করে দুদক।

আরও পড়ুন: সাবেক যুবলীগ নেতা জি কে শামীমকে খালাস দিলেন হাইকোর্ট