সন্ত্রাস দমন আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে প্রেরণ

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩৬ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তরা পশ্চিম থানা দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলায়  ডিবিতে আটক করা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার  করা হয়েছে। ঢাকা মেট্রোপাল্টা পুলিশের মুখপাত্র  ও উপ-পুলিশ কমিশনার মিডিয়া তালেবুর রহমান নিশ্চিত করে বলেন ওই মামলার আসামি হিসেবে তাকে আদালতের পাঠানো হচ্ছে।

কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে সোমবার বিকাল তিনটার দিকে গণমাধ্যমকে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

আরও পড়ুন: আইজিপি অপসারণে হাইকোর্টে আইনজীবীর রিট খারিজ

রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

সেই অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায় মি. আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিবি প্রধান।

আরও পড়ুন: হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে

এর আগে, রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক মি. আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

সূত্র: বিবিসি বাংলা