মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন
 
                                        রাজধানীর রাজারবাগ পীর সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আরটিভির স্টাফ রিপোর্টার অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।
ঘণ্টাব্যাপী চলা প্রতিবাদে অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টাস ইউনিটি, দুদক বিটের সাংবাদিকদের সংগঠন র্যাকসহ বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের নেতারা।
আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসবে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলার সংখ্যা তত বাড়তে থাকবে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই, আমরা প্রশাসনের সহায়ক শক্তি। মন্ত্রীরা বলছেন—সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিতে হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু সেটি না করে পুলিশ মামলা নিচ্ছে। এটা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খেলা করা হচ্ছে। আপনারা সরাসরি বলে দেন–সাংবাদিকরা দুর্নীতির বিরুদ্ধে নিউজ করবে না।’
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেক কথা হয়েছে, অনেক প্রতিবাদ হয়েছে। অনেক বাদানুবাদ হয়েছে। আমাদের সামনে সরকারের পক্ষ থেকে একটি মুলা ঝুলিয়ে রাখা হয়েছে। মুলাটা কী? মাননীয় মন্ত্রী বলেন সংশোধিত হবে, যেদিন সংসদে উত্থাপন হল, সেদিন মন্ত্রী মোস্তফা জব্বার সাহেব সংসদে মিথ্যাচার করেছেন। যখন সাংবাদিকদের ওপর নির্যাতন করা হয়, তখন আইনমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, কোথাও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তিনি নিজেই একজন আইনজীবী হিসেবে সেই মামলা পরিচালনা করবেন। আজ পর্যন্ত তাকে একটি মামলাও পরিচালনা করতে দেখিনি।’
আরও পড়ুন: ১১টি জাতীয় দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল
এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ‘রাজারবাগ পীর সিন্ডিকেটের অপকর্মের সংবাদ প্রকাশ করায় অধরা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর এখন তারা বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখাচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছে। তরুণ এই সাংবাদিক যখনই ভূমিদস্যুদের মুখোশ উন্মোচনের চেষ্টা করছেন, ঠিক তখনই তার বিরুদ্ধে মামলা দিয়ে রাজারবাগের ভূমিদস্যুরা তার পিছে লেগেছে।’
আকতার হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা এসব কর্মকাণ্ডের একটা শেষ দেখতে চাই। হয় এই বাংলাদেশ হবে অধরা ইয়াসমিনদের, আর না হয় হবে ওই ভূমিদস্যু সিন্ডিকেটদের।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন—ঢাকা রিপোর্টার ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ঢাকা রিপোর্টার ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা রিপোর্টার ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, নুরুল ইসলাম হাসিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ শারমীন, জামিউল আহসান সিপু, রিপোর্টার এগ্রেইনস্ট করাপশনের (র্যাক) সাধারণ সম্পাদক জেমসন মাহবুব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক এস এম ফয়েজ, ঢাকা রিপোর্টার ইউনিটির সাবেক নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, সাবেক কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, আরটিভির সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম উজ্জ্বলসহ আরও অনেকে।
এর আগেও এই রাজারবাগ পীর সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এনটিভির স্পেশাল করেসপনডেন্ট সফিক শাহীনসহ দেশের আরও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    