উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি বিএমএসএফ-এর শোক প্রকাশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনাবশত পতিত হলে ভয়াবহ বিস্ফোরণে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জন ছাত্র ও শিক্ষক নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন শতাধিক শিক্ষক, ছাত্র, অভিভাবক ও কর্মচারী। বিস্ফোরণের ফলে ভবনে আগুন ধরে যায় এবং অনেকেই অগ্নিদগ্ধ হন।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনের সভাপতি এনামুল কবীর রুপম ও মহাসচিব খায়রুজ্জামান কামাল এক যৌথ বিবৃতিতে শোকবার্তা প্রকাশ করেন।
আরও পড়ুন: কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করেন এবং এই ঘটনায় যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে—সেই লক্ষ্যে রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছেন তারা।
আরও পড়ুন: জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি বিএফইউজে ও ডিইউজের