বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৩ জেলের মরদেহের সন্ধান

বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় আবু তৈয়ব নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও দুজনের মরদেহ সাগরে ভাসতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২০ আগস্ট) বিকেলে বঙ্গোপসাগরের সোনাদিয়ার কাছাকাছি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
কক্সবাজার সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন, শুক্রবার দুপুরে সমুদ্রে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারডুবির পর দুই দফায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে শনিবার বিকেলে তৈয়বের মরদেহ উদ্ধার করা হয়। আরও দুটি মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
কক্সবাজার সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন বলেছেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুজনের মরদেহ তীরে আনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা