বায়তুল মোকাররমে ঈদ-উল-আজহার ৫টি জামাত

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ২৫ জুন ২০২৩ | আপডেট: ১২:২৭ অপরাহ্ন, ২৫ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে। এরপর এক ঘণ্টা পর পর ৪টি এবং শেষ জামাত ৪৫ মিনিট পর অনুষ্ঠিত হবে। রবিবার (২৫ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ জিলহজ ১৪৪৪ হিজরি (২৯ জুন) বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জামাতগুলো নিম্নোক্ত আলেমরা ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ৮৪ দফা ও ৮ অঙ্গীকার নিয়ে রাজনৈতিক দলগুলোর হাতে জাতীয় জুলাই সনদের খসড়া

প্রথম জামাত : সকাল ৭টা

ইমাম : হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

আরও পড়ুন: চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে

মুকাব্বির :খাদেম আব্দুল হাদী,  বায়তুল মোকাররম জাতীয় মসজিদ 

দ্বিতীয় জামাত : সকাল ৮টা

ইমাম : মাওলানা মুহীউদ্দিন কাসেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

মুকাব্বির : হাফেজ ক্বারী মো. আতাউর রহমান, মুয়াজ্জিন (অব.), বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

তৃতীয় জামাত : সকাল ৯টা

ইমাম:  ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন

মুকাব্বির: মো. শহিদ উল্লাহ, চিফ খাদেম , বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

চতুর্থ জামাত : সকাল ১০টা

ইমাম :  মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন

মুকাব্বির : হাফেজ মো. রুহুল আমিন, খাদেম , বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০টা ৪৫ মিনিট

ইমাম : মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ,  ইসলামিক ফাউন্ডেশন

মুকাব্বির : হাফেজ মো. জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ