মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৩ | আপডেট: ৫:৩১ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকরা ঢাকার মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। কয়েকশ শ্রমিক আজ রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

পোশাক শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।  মূল সড়কসহ আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।  বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্টস শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে। 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা মানেন না। তাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। 

এদিকে আশপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

কাফরুল থানার ওসি ফারুকুল আলম বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন।  সকাল ৯টার পর তারা  মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গেছেন।