কানাডায় লেকের পানিতে বোট উল্টে বিমানের পাইলট ও গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু
কানাডার একটি লেকে বোট উল্টে বাংলাদেশ বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব (পাপ্পু) মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে।
গুড্ডু বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন ছিলেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে দেখতে তিনি সপরিবারে কানাডা এসেছিলেন।
আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র্যাবে গণবদলি
মৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, কোয়ার্তা লেকে পারিবারিক এক ভ্রমণের সময় পাপ্পু ও গুড্ডু কেনু বোট নিয়ে লেকে ঘুরতে বের হন। এই সময় তাদের বোটটি উল্টে যায়। পাড়ে দাঁড়িয়ে থাকা ১০-১৫ ফিট দূরে পরিবারের সদস্যদের সামনেই পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
তারা জানায়, কেনু বোটে কোমর পর্যন্ত পা ভেতরে ঢুকানো থাকে। আর তাই উল্টে গেলে তাৎক্ষণিক বের হওয়ার কৌশল দুই জনেরই জানা ছিল না। ভালো সাঁতার জানলেও তারা তীরে উঠতে পারেননি।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
নিহতদের এক বন্ধু লিখেছেন, হাসিখুশী ও মনের আনন্দ নিয়ে বসে থাকা দুই বন্ধু, গুড্ডু ও পাপ্পু। কে জানতো কয়েক ঘন্টার পরেই একসাথে রওয়ানা হবে পরপারে, পরলোকে? "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"। আজ ভোরে খবরটা শুনে হৃদয়টা ভেঙ্গে চৌচির...! পাপ্পু বাংলাদেশের স্বনামধন্য গার্মেন্টস ব্যাবসায়ী, Team Group এর কর্ণধার। গুড্ডু বাংলাদেশ বিমানের একজন চৌকষ ও মেধাবী পাইলট। একজন বাংলাদেশ বিমান নিয়ে কানাডায় গিয়েছিলেন আরেকজন বেড়াতে গিয়ে লেইকে নৌকা দুর্ঘটনায় দুজনেই মৃত্যুবরণ করে। এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রংতামাশা....,, গত ছয়মাসে চারজন বন্ধু হারালাম! ভাষাহীন আমি! সৃষ্টিকর্তা সুমন, রানা, গুড্ডু ও পাপ্পুর বিদেহী আত্মার সদগতি করুন।





