পুলিশে নতুন আট হাজার এএসআই পদ সৃজন হচ্ছে

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ২৫ জুন ২০২৫ | আপডেট: ১২:১৯ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক এএস আই পদে নতুন করে আরো ৮ হাজার পথ সৃজন করা হচ্ছে। এইচ এস সি পাস ৫০০ নারীসহ  ৪হাজার  এএসআই পদে সরাসরি নিয়োগ দেয়া হবে। আর ৫০০ নারী সহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পদোন্নতির  মাধ্যমে ৪হাজার পদ পূরণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা  বিভাগের পুলিশ শাখার উপসচিব  আবু সাঈদ স্বাক্ষরিত এক চিঠিতে পদসৃজনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। 

পুলিশের ৮ হাজার এএস আই পদ সৃজনের  জন্য জনপ্রাসন মন্ত্রণালয়ের  সিনিয়র সচিব  বরাবর  চিঠিতে বলা হয়, পুলিশ অধিদপ্তর থেকে প্রাপ্ত বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি সহ থানায় অনলাইন জিডি ও মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এএস আই এর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান উন্নীত করে সংগঠনিক কাঠামো ভুক্ত বিভিন্ন ইউনিটের ৫০০ নারী শহর ৪০০০ এএস আই সরাসরি নিয়োগযোগ্য এবং ৫০০ নারী সহ  ৪হাজার বিভাগীয় পদোন্নতি যোগ্য বিবেচনায় মোট আট হাজার এসআই গ্রেড ১৪ পদ সৃজনের প্রস্তাব করা হয়। 

আরও পড়ুন: ৮ উপদেষ্টার বিরুদ্ধে সাত্তারের দুর্নীতির অভিযোগ দায়িত্বজ্ঞানহীন: মন্ত্রিপরিষদ সচিব

প্রস্তাবটি পর্যালোচনার নিমিত্ত গত ১৭জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এক সভায় বিবেচনা করে পদ সৃজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জনপ্রসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট শাখায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। 

বর্তমানে বাংলাদেশ পুলিশের এ এস আই ১৪ তম গ্রেডে ১৮ হাজার ৭৩৮ টি  মঞ্জুরীকৃত পদ আছে। এএসআই হিসেবে কর্মরত আছে ১৮৭২৬ জন। বারটি পদ শূন্য আছে। প্রস্তরিত ৮ হাজার নতুন সৃজন করা হলে  পুলিশের মোট এএসঅই পদ হবে ২৬ হাজার ৭৩৮ টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশের সহকারী উপ  পরিদর্শকের  নতুন করে ৮ হাজার পদ সৃজনের সম্মতি প্রদানের জন্য জনপ্রশমন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়