জামায়াতের সমাবেশে যোগ দেওয়ায় ১২ দলীয় জোট থেকে জাগপা বহিষ্কার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নেওয়ায় এবং অভ্যন্তরীণ মতানৈক্যের জেরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-কে ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোটের সমন্বয়কারী ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এ সিদ্ধান্তের কথা জানান।
আরও পড়ুন: ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল
বিজ্ঞপ্তিতে বলা হয়, "১২ দলীয় জোটের শীর্ষ নেতারা গভীর দুঃখ ও পরিতাপের সহিত লক্ষ্য করছেন যে, দীর্ঘদিন ধরে জাগপা জোটের কর্মকাণ্ডে অসহযোগিতা করে আসছে এবং গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালার পরিপন্থি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া দলটি বারবার জোটের শৃঙ্খলা লঙ্ঘন করেছে।"
এ কারণে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাগপাকে বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে জাগপার কার্যক্রমের দায়ভার ১২ দলীয় জোট নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
জোট নেতারা আরও জানান, জাগপা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচিতে জোটের গৃহীত সিদ্ধান্ত অনুসরণ না করে আলাদা অবস্থান নিয়েছে।
সূত্র জানিয়েছে, গত শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে অংশ নেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। জোটের কাউকে না জানিয়ে ওই সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিএনপিকে ইঙ্গিত করে সমালোচনামূলক বক্তব্য দেন এবং পিআর (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে মত দেন। তবে ১২ দলীয় জোট শুরু থেকেই পিআর পদ্ধতির বিরোধিতা করে আসছে।
জোটের নেতারা মনে করছেন, এ ধরনের অবস্থান জোটের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।