গণঅভ্যুত্থানকালে হত্যাসহ ১৫ টি মামলার চার্জশিট প্রদান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৫:২১ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ও দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ১৫টি মামলায় চার্জশিট দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশ পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (২৮ জুলাই) এ তথ্য জানানো হয়।

চার্জশিট দাখিল করা মামলাগুলোর মধ্যে ৫টি হত্যা মামলা এবং ১০টি অন্যান্য ধারায় দায়ের হওয়া মামলা।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

হত্যা মামলার মধ্যে ৩টি শেরপুর জেলায়, ১টি কুড়িগ্রামে এবং ১টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় দায়ের করা হয়েছিল।

বাকি ১০টি মামলার মধ্যে রয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি, চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি, পাবনা জেলার ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন ২টি মামলা।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব মামলার যথাযথ তদন্ত নিশ্চিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদারকি করছেন এবং অবশিষ্ট মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করতে আইনানুগ প্রক্রিয়ায় সব অভিযুক্তকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনের আওতায় আনা হবে।